বিশ্বখ্যাত ইরানি নির্মাতা জাফর পানাহি এশিয়ার চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন। দক্ষিণ কোরিয়ার ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তাকে এই সম্মাননা দিয়েছে।
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা, বারবার গ্রেপ্তার ও ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও সিনেমা বানানো থামাননি ৬৫ বছরের এই নির্মাতা। স্বাধীনতার পক্ষে লড়াই ও সাহসী কণ্ঠের জন্যই তিনি এশীয় চলচ্চিত্রে কিংবদন্তি হয়ে উঠেছেন।
কান চলচ্চিত্র উৎসবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ ছবির জন্য সর্বোচ্চ পাল্ম দ’অর জিতে তিনি প্রথম এশীয় হিসেবে কান, ভেনিস ও বার্লিন তিন ইউরোপীয় উৎসবেই সেরা হয়েছেন। এর আগে তিনি ভেনিসে গোল্ডেন লায়ন (২০০২), বার্লিনে গোল্ডেন বিয়ার (২০১৫) জেতেন।
পুরস্কার গ্রহণ করে পানাহি বলেন, ‘‘এই স্বীকৃতি মনে করিয়ে দেয়, সিনেমা ভাষা ও সীমান্তের ঊর্ধ্বে গিয়ে আমাদের এক করতে পারে। এটা তাদের জন্য যারা চাপের মধ্যেও সৃষ্টিশীলতার পথ ছাড়েননি।’’
১৯৯৫ সালে ‘হোয়াইট বেলুন’ দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে পানাহি কান থেকে ক্যামেরা দ’অর জিতেছিলেন। এরপর একের পর এক সিনেমায় ইরানি সমাজে স্বাধীনতা ও প্রতিবাদের কণ্ঠস্বর তুলে ধরেছেন।
এবারের বুসান উৎসব শুরু হবে ১৭ সেপ্টেম্বর, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে বাংলাদেশের দুটি প্রজেক্টও নির্বাচিত হয়েছে। বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’।