এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বপ্নের সাফল্য পেয়েছে লাল-সবুজের নারী দল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা, কারণ আগের ম্যাচেই মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছিল টাইগ্রেসরা।
এই বাছাইয়ে মোট আটটি গ্রুপে খেলা হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছরের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। বাংলাদেশ ছিল ‘সি’ গ্রুপে। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই তিন ম্যাচে বাংলাদেশ করেছে ১৬ গোল, হজম করেছে মাত্র একটি।
এই বাছাইপর্বে প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারানোর পর আজকের জয় সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতা।
আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। খেলার ৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ১৩ মিনিটে তার দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশ ৩-০তে এগিয়ে যায়।
এরপর একে একে গোল করেন মনিকা চাকমা, ঋতুপর্ণা ও তহুরা খাতুন। ২০ মিনিটেই বাংলাদেশ ৬-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে শেষ গোলটি করেন ঋতুপর্ণা।
এই জয় বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি শক্ত বার্তা। বিশেষ করে গত দুই আসরের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশ এবার তিন ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
বাংলাদেশ নারী দল আগামীকাল দেশে ফিরছে। বাফুফে জানিয়েছে, ৭ জুলাই রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে জাতীয় নারী দল। সেখান থেকেই হাতিরঝিলে নিয়ে গিয়ে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে।