স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই প্রক্রিয়াকে মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) যেন পূর্ণ সহায়তা প্রদান করে, তা দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস এই বিষয়টি উত্থাপন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, “যদিও বৈশ্বিক বাণিজ্যে বিভিন্ন উদ্বেগ রয়েছে, তথাপি বিশ্ব বাণিজ্য এখনও স্থিতিশীল, এবং প্রায় ৭৫ শতাংশই ডব্লিউটিওর নিয়মে পরিচালিত। সংস্থার প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে আমি বাংলাদেশের সহায়তা চাই।”
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও ডব্লিউটিও সংস্কারের তাৎপর্য স্বীকার করেন এবং বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে সংস্থাটিকে অভিযোজিত হতে হবে। চ্যালেঞ্জ গ্রহণের এখনই সময়।” তিনি আরও যোগ করেন, বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ উঁচু করতে প্রস্তুত।
বাংলাদেশ আশা করছে, ২০২৬ সালের শেষের দিকে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে। বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত ডব্লিউটিও সংস্কার এবং বর্তমান বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হয়েছে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিকে নতুন সম্ভাবনার দিকে ধাবিত করবে।