Ridge Bangla

‘এমন দৃশ্যে অভিনয় করতে ভয় পেতাম’ খোলামেলা স্বীকারোক্তি সোনম বাজওয়ার

বলিউডের একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া। কারণ, সেই সিনেমাগুলোর বেশিরভাগেই ছিল চুমুর দৃশ্য। দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ খোলাসা করলেন তিনি।

সোনম জানান, “আমি কিছু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ তখন ভাবতাম পাঞ্জাব এই বিষয়টা মেনে নেবে কি না। আমাদের এখানে এমন মানসিকতা যে পরিবার-পরিজন সবাই মিলে সিনেমা দেখে। তাই ভয় লাগত, যদি কোনো চুমুর দৃশ্যে অভিনয় করি, দর্শক বা পরিবার কীভাবে নেবে?”

তিনি বলেন, “যারা আমাকে এত ভালোবাসে, তারা কি বুঝবে এটা কেবল সিনেমার চরিত্রের অংশ? আমার জনপ্রিয়তা কি কমে যাবে? পরিবার কি আমাকে গ্রহণ করবে? এসব ভেবে খুব দ্বিধায় থাকতাম।”

তবে পরে পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলেই সোনম পান সাহস। তার ভাষায়, “আমি মা-বাবাকে বললাম, আমি ভয় পাচ্ছি এমন দৃশ্যে অভিনয় করতে। তখন ওরা বলল, ‘যদি এটা সিনেমার প্রয়োজনে হয়, তাতে কোনো সমস্যা নেই।’ আমি অবাক হয়ে গেলাম! ভাবলাম, আগে কেন তাদের সঙ্গে কথা বলিনি।”

সোনমের মতে, “আমরা অনেক সময় নিজেদের মাথায় ভয় তৈরি করি, কিন্তু বাস্তবে তা সত্যি হয় না। পরিবার যদি পাশে থাকে, তাহলে শিল্পী হিসেবে নিজেকে প্রকাশের সুযোগও অনেক বেড়ে যায়।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন