Ridge Bangla

এভিন কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী, ইরানি সেনাবাহিনীর সদস্য, বন্দি, বন্দিদের পরিবারের সদস্য এবং আশপাশের বসবাসকারী সাধারণ মানুষ। রোববার (২৯ জুন) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান নিউজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

জাহাঙ্গীর বলেন, “হামলায় শহীদ হয়েছেন ৭১ জন। এদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে নিয়োজিত তরুণ, বন্দি ও তাদের স্বজন এবং আশপাশের এলাকার কিছু সাধারণ নাগরিক ছিলেন।”

ইসরায়েল ২৩ জুন ইরানের সঙ্গে চলমান বিমানযুদ্ধের এক পর্যায়ে তেহরানের সবচেয়ে নিরাপত্তা ঘেরা ও রাজনৈতিক বন্দিদের রাখার কারাগার এভিনে হামলা চালায়। বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক ও সামরিক স্থাপনার বাইরে এমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতীকী স্থাপনায় হামলা করে ইসরায়েল তাদের আগ্রাসনের পরিধি আরও বাড়ানোর বার্তা দিয়েছে।

ইরান জানিয়েছে, হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বেঁচে যাওয়া বন্দিদের তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এভিন কারাগারে বহু বিদেশি নাগরিকও বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস, যারা গত তিন বছর ধরে কারাবন্দি। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “এই হামলার ফলে আমাদের দুই নাগরিক ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছেন। এটি মোটেই গ্রহণযোগ্য নয়।”

এই হামলার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ইরানও এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন