Ridge Bangla

এভারকেয়ারে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, গুজব না ছড়ানোর আহ্বান জানালেন ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অতি আবেগে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। মেডিকেল সায়েন্সের ভাষায় বলতে গেলে, তিনি চিকিৎসা গ্রহণের অবস্থায় আছেন।

ডা. জাহিদ জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন এবং তারেক রহমান বিদেশ থেকে নিয়মিত খোঁজ রাখছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে বিদেশে স্থানান্তরের সম্ভাবনা থাকলেও এখনই সুনির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসক ছাড়া অন্য কারও তথ্য বিশ্বাস করবেন না। এভারকেয়ারে তিনি সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। চিকিৎসকদের মতে, শারীরিক অবস্থার অস্থিতিশীলতার কারণে এখনো তাকে বিদেশে নেওয়ার উপযোগী অবস্থা তৈরি হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন