Ridge Bangla

এবার সাউথ আফ্রিকায় প্রদর্শিত হবে গোলাম রাব্বানীর ‘আনটাং’

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনটাং’ এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে। গোলাম রাব্বানীর পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রটি অফিসিয়ালি নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আয়োজিত ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ। উৎসবটি চলবে আগামী ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ৮২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১৬টি মিউজিক্যাল ফিল্মের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘আনটাং’। বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে এটি এই আয়োজনে প্রতিনিধিত্ব করছে।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “উৎসব কর্তৃপক্ষ আমার ছবিটির প্রশংসা করেছে এবং অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ডারবানের দর্শকদের সামনে নিজের কাজ উপস্থাপন করতে পারা আমার জন্য আনন্দের ও গর্বের।”

চলচ্চিত্রটির মূল উপজীব্য হচ্ছে মানবাধিকার, বিশেষ করে বাকস্বাধীনতা ও মত প্রকাশের মৌলিক অধিকার। ২০২৪ সালের শুরুতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, ও মানিক সাহা।

এর আগে ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে Honourable Mention সম্মাননায় ভূষিত হয়। এছাড়া হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা গোলাম রাব্বানীর এর আগের কাজ ‘ছুরত’ ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে Special Mention অর্জন করেছিল। বর্তমানে তার আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘আনটাং’-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি স্বাধীন নির্মাতাদের জন্য একটি অনুপ্রেরণামূলক সাফল্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন