Ridge Bangla

এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংক একীভূতকরণ হতে পারে

ব্যাংক খাতের সংস্কার ত্বরান্বিত করতে বেসরকারি ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত দুর্বল ব্যাংক একীভূতকরণের সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বলা হয়েছে, দুর্বল কোনো ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করলে অতিরিক্ত অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে না, কারণ সোনালী ব্যাংকের যথেষ্ট তারল্য রয়েছে। ব্যাংক খাত সংস্কার নিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

দুর্বল কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা যেতে পারে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, বাড়তে থাকা খেলাপি ঋণ, কেলেঙ্কারি, অনিয়মের কারণে খাতটি চরম দুরবস্থায় পড়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা থেকে খেলাপি ঋণ ২০২৫ সালের মার্চ শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ কোটি টাকায়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার কোটি টাকায়, যা মোট খেলাপি ঋণের ৩৬ দশমিক ৫ শতাংশ। কিছু সরকারি ব্যাংকের মোট ঋণের ৭৫ শতাংশ খেলাপি।

একীভূতকরণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের। একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে, রাজনৈতিক হস্তক্ষেপমুক্তভাবে পরিচালনা করতে হবে। নিয়োগ ও ছাঁটাইয়ের ক্ষমতা থাকবে ব্যাংক ব্যবস্থাপনার হাতে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত সেই বৈঠকে অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন