যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা থেকে কুয়েতগামী এবং চট্টগ্রাম হয়ে দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, উভয় ফ্লাইট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু উড়োজাহাজ সংকটের কারণে তা বাতিল করা হয়েছে।
ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইটটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল, আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল ৫টা ৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। বাতিল হওয়া ফ্লাইটগুলো আগামীকাল পুনরায় পরিচালিত হবে এবং নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে বলে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোমে গ্রাউন্ডেড থাকা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মেরামতের জন্য পাঁচজন প্রকৌশলী সেখানে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যার মধ্যেই উড়োজাহাজটি চালু হবে এবং রোমে অবস্থানরত যাত্রী ও ক্রুদের ওই বিমানেই ঢাকায় আনা হবে। এর আগে ১০ আগস্ট রোমে একই ধরনের আরেকটি ড্রিমলাইনার গ্রাউন্ডেড হয়েছিল, যাতে ২৬২ জন যাত্রী ও ক্রু আটকা পড়েন। তাদের থাকার ও খাবারের ব্যবস্থা বিমান কর্তৃপক্ষ করেছে।
উল্লেখ্য, গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত নয়টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে চাকা ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বৃদ্ধি এবং ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়া। এসবের কারণে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।