Ridge Bangla

এবার ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা’

মোহিত সূরির পরিচালনায় নির্মিত সিনেমা ‘সাইয়ারা’ (Saiyaara) সম্প্রতি সিনেমাহলে মুক্তি পেয়েছে। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আহান পাণ্ডে এবং অভিনেত্রী অনীত পাড্ডা। থিয়েটার মুক্তির পর এবার সিনেমাটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে কবে পাওয়া যাবে তা জানানো হয়েছে।

জনপ্রিয় ওয়েবসাইট Smartprix জানিয়েছে, Netflix India ‘সাইয়ারা’-র ডিজিটাল স্ট্রিমিং অধিকার অর্জন করেছে। সিনেমাটি ২০২৫ সালের ১৮ জুলাই থিয়েটারে মুক্তি পেয়েছিল। সাধারণত সিনেমা মুক্তির ৪–৮ সপ্তাহ পর পোস্ট-থিয়েট্রিকাল সময়ে এটি অনলাইনে স্ট্রিমিংয়ের জন্য প্রকাশ করা হয়।

এই নীতি অনুযায়ী, অনুমান করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবর মাসে Netflix–এ ‘সাইয়ারা’ দেখা যাবে। যদিও এখনো নেটফ্লিক্সে আনুষ্ঠানিক মুক্তির তারিখ প্রকাশিত হয়নি, তবে উৎসগুলো বলছে—যদি পোস্ট-থিয়েট্রিকাল সময়সূচি বজায় থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে উপলব্ধ হবে।

‘সাইয়ারা’ সিনেমার থ্রিলার ও রোম্যান্টিক গল্প দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ভালো প্রতিক্রিয়া পেয়েছে। অনলাইনে মুক্তির পর আরও বড় দর্শক শ্রেণি সিনেমাটি উপভোগ করতে পারবে। বিশেষ করে যারা থিয়েটারে দেখতে পারেননি, তাদের জন্য এটি স্বস্তির খবর।

মুভির অনলাইন স্ট্রিমিং পাওয়ার সাথে সাথে দর্শকরা ঘরে বসেই এই সিনেমার গল্প ও অভিনয়ের আনন্দ উপভোগ করতে পারবেন। Netflix–এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে এটি দেখা সম্ভব হবে।

আরো পড়ুন