Ridge Bangla

এবার অজয়ের নায়িকা হচ্ছেন এশা গুপ্তা

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা বড় পর্দায় ফেরত আসছেন। তিনি দেখা দেবেন বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এ। সিনেমাটি পরিচালনা করছেন ইন্দ্রকুমার এবং এশার বিপরীতে থাকছেন সুপারস্টার অজয় দেবগন।

খবর অনুযায়ী, এশা গুপ্তা এ মাসের শেষের দিকে শুটিং শুরু করবেন। ছবিতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিষান এবং সঞ্জয় মিশ্রা। গ্ল্যামার ও কমেডির সমন্বয়ে এশার চরিত্রকে বিশেষভাবে আকর্ষণীয় করা হয়েছে। এর আগে তিনি ‘ধামাল ৩’-এ উপস্থিত ছিলেন, তবে নতুন কিস্তিতে তার চরিত্রকে আরও বড় আকার দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, এশার চরিত্র এবার শুধু গ্ল্যামারাস উপস্থিতি নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বিশেষ করে অজয় দেবগনের সঙ্গে তার রসায়ন সিনেমার আকর্ষণ আরও বাড়াবে। সম্প্রতি তিনি হানি সিংয়ের সঙ্গে ‘ব্রাউন আইজ ওয়ালি’ এবং জুবিন নটিয়ালের সঙ্গে ‘ইশক মেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় ছিলেন।

এশাকে শেষবার দেখা গিয়েছিল ববি দেওলের সঙ্গে ‘এক বদনাম আশ্রম পার্ট ৩’-এ। এছাড়া তিনি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেছেন। মডেলিং ও বিজ্ঞাপনসহ বিভিন্ন কাজেও ব্যস্ত রয়েছেন তিনি।

‘ধামাল ৪’ সিনেমাটি ২০২৬ সালের ঈদে মুক্তি পাবে। এশা গুপ্তার রোমাঞ্চকর উপস্থিতি ও অজয় দেবগনের সঙ্গে তার রসায়নকে কেন্দ্র করে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। এশা কমেডি ঘরানায় নিজের জায়গা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চলেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন