Ridge Bangla

এনসিসি ধারণার সঙ্গে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন হলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে বিএনপি এনসিসির ধারণার সঙ্গে একমত নয়।

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের (এনসিসি) দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই রাষ্ট্রে ভারসাম্য ফিরে আসবে এবং ফ্যাসিবাদ প্রতিরোধ সম্ভব হবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সাংবিধানিক পদগুলো ও সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি।”

তিনি আরও বলেন, “ন্যায়পাল (অম্বুডসম্যান) প্রবর্তন করা যেতে পারে, যা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে।”

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, নির্বাচন কমিশন আইনের সংস্কারের মাধ্যমে এর জবাবদিহিতা বাড়ানো দরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মানবাধিকার কমিশনসহ অন্যান্য সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ক্ষমতা নিশ্চিত করতে বিদ্যমান আইন সংস্কার জরুরি।

অন্যদিকে, সংলাপে উপস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, অধিকাংশ রাজনৈতিক দলই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন