জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যে তিনটি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। জোটটিতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ, রাষ্ট্র পরিচালনায় সংস্কারমুখী নীতি প্রণয়ন, গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের রাজনৈতিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করাই জোটের প্রধান লক্ষ্য। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ। জোটের নেতারা বলেন, সময়ের দাবিতে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে এই জোট গঠিত হয়েছে। তারা বিশ্বাস করেন, সংস্কার, গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন পথ দেখাতে সক্ষম হবে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।