জুলাই মাসের প্রথম দিনেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজধানীর বাংলামোটর মোড় থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পদযাত্রা শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের কাছে শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি আত্মত্যাগ, দৃঢ় প্রত্যয় এবং একটি নতুন রাষ্ট্র নির্মাণের স্বপ্নের প্রতীক। গত এক বছরে আমরা অনেক অর্জনের পাশাপাশি কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র নির্মাণে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে।”
আখতার হোসেন আরও বলেন, “এই পদযাত্রার মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সরাসরি সংলাপে যেতে চাই। তাদের আশা-আকাঙ্ক্ষা বুঝে একটি বৈষম্যহীন ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। জুলাই আমাদের কাছে কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। এই মাসেই আমরা দেখেছি, জনগণের ঐক্য ও সাহস কীভাবে একটি শোষণমূলক ব্যবস্থার ভিত নাড়িয়ে দিতে পারে।”
তিনি জানান, সারা দেশে এনসিপির নেতাকর্মীরা এই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জনতার দ্বারে দ্বারে যাবেন। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, পথনাটক ও গণসংলাপের মাধ্যমে জনগণের সঙ্গে নতুন বাংলাদেশের স্বপ্ন ভাগ করে নেবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি জুলাইজুড়ে দেশব্যাপী চলবে বলেও জানান আখতার হোসেন।