Ridge Bangla

‘এনসিপির কথায় কিছু আসে যায় না, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে’: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন নিয়ে এনসিপির বক্তব্যের কোনো মূল্য নেই, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় প্রশাসনের নীরবতা কিংবা যোগসাজসের প্রমাণ মিলেছে। এ ঘটনায় জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের মেয়াদ থাকবে ১০ বছর। নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা এই প্রকল্পের মূল লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, বিদেশে বাংলাদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে তার জানা নেই কোনো লিখিত নির্দেশনা। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে তিনি স্পষ্ট করেন, এর সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি একটি রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। কোনো রাজনৈতিক দলের অবস্থান এতে প্রভাব ফেলবে না।”

রিজওয়ানা হাসান মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন