Ridge Bangla

এনবিআর সংকট নিরসনে পাঁচ উপদেষ্টার কমিটি গঠন

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষাপটে সংকট নিরসনে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত সংকট সমাধানে গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গৃহায়ন ও গণপূর্ত, শ্রম ও কর্মসংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। তবে কমিটির দায়িত্ব ও কার্যপরিধি (টার্মস অব রেফারেন্স) নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বৈঠকে আরও জানানো হয়, জনস্বার্থে এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের চাকরি ‘অত্যাবশ্যক পরিষেবা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে থেকে এনবিআরের ভেতরে চলমান নানাবিধ অসন্তোষ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ ও সবপক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার পরিকল্পনা প্রণয়ন।

আন্দোলনের অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন অফিসে ‘শাটডাউন’, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি চলছে। ফলে রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ এ সংস্থায় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সরকার আশা করছে, গঠিত উপদেষ্টা কমিটি এ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন