জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়সহ আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২১ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর ও বিডা কার্যালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এই নিষেধাজ্ঞা ২২ জুন (রবিবার) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কেউ এই আদেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।