Ridge Bangla

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। একদিনে মোট ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রথম প্রজ্ঞাপনে ৪৫৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়। তাদেরকে আগামী ২২ সেপ্টেম্বর বিকেলের মধ্যে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়। এনবিআর জানিয়েছে, জনস্বার্থে এসব আদেশ কার্যকর করা হয়েছে।

এর আগে গত কয়েক মাস ধরে এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে আসছে। তাদের মধ্যে অনেকে বদলি, পদায়ন এবং সাময়িক বরখাস্তের মুখে পড়েছেন। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর এনবিআর ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছিল।

এ বিষয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, একযোগে এমন ব্যাপক পদক্ষেপের মাধ্যমে এনবিআর প্রশাসনে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। আন্দোলনে জড়িত কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন স্থানে বদলি করাও এ উদ্যোগের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যেই এ বদলি ও পদায়ন করা হয়েছে। এনবিআরের সাম্প্রতিক ধারাবাহিক পদক্ষেপে বোঝা যাচ্ছে, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলায় প্রশাসনিক রদবদল কৌশলগত ভূমিকা রাখছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন