জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় আঙুলের ছাপ মিলে যাওয়া বা ‘ম্যাচ ফাউন্ড’ সমস্যা নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ মে) ইসির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম এই নির্দেশনা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠান।
নির্দেশনায় বলা হয়, কোনো ভোটারের দুটি এনআইডি থাকলে এবং একটি সচল থাকে, তাহলে সচল এনআইডিটি ব্যবহারের জন্য ভোটারকে পরামর্শ দিতে হবে। অপরটি ‘ম্যাচ ফাউন্ড’ স্ট্যাটাসে থেকেই নিষ্ক্রিয় থাকবে।
অন্যদিকে, যদি কোনো ব্যক্তির এনআইডি নম্বর বা আঙুলের ছাপ অন্য কারও এনআইডির সঙ্গে মিলে যায়, তাহলে তা সমাধানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠানোর বা আঙুলের ছাপ পুনরায় যাচাইয়ের প্রয়োজন নেই।
ইসি জানায়, বর্তমানে তাদের সার্ভারে প্রায় দুই লাখের মতো এনআইডি ‘ম্যাচ ফাউন্ড’ অবস্থায় রয়েছে। এসব জটিলতা দ্রুত সমাধানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।