Ridge Bangla

এখন কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার জন্য তিনি গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ সর্বশেষ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। আগের জড়তা অনেকটাই কেটে গেছে।

লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা হয়েছে। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’

ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং তিনি মেডিসিন কোর্সে রয়েছেন। এই কোর্স শেষ হলে নতুন করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, যার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করবেন চিকিৎসকরা। তিনি কবে দেশে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়; নতুন রিপোর্ট পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন