Ridge Bangla

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা গেজেটে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় ও দক্ষতা বাড়াতে এই দুটি বিভাগ পুনরায় একীভূত করা হলো। এর ফলে এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও একক কাঠামোয় কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, ২০১৭ সালে কাজের সুবিধার কথা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল—‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’। তবে সাত বছর পর আবারও আগের কাঠামোয় ফিরিয়ে আনা হলো মন্ত্রণালয়টিকে।

মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভাজনের পর থেকেই দুই বিভাগের দায়িত্ব ও সুবিধা নিয়ে কর্মীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি হওয়ায় সমন্বয়হীনতা এবং নানা জটিলতার সৃষ্টি হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও সুরক্ষা সেবা সংক্রান্ত নীতিনির্ধারণে বারবার দ্বন্দ্ব তৈরি হচ্ছিল।

অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনরায় একীভূত করার উদ্যোগ নেয়। সরকার মনে করছে, একক কাঠামোয় ফিরে আসার ফলে নীতি বাস্তবায়নে গতি আসবে এবং কর্মীদের মধ্যে সমন্বয় বাড়বে। প্রশাসন বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্তে প্রশাসনিক ব্যয় কমবে, কাজের গতি বাড়বে এবং জননিরাপত্তা ও সুরক্ষা সেবার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন