Ridge Bangla

এক হচ্ছে না এনসিপি ও গণঅধিকার পরিষদ

তরুণদের রাজনৈতিক দুই দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হচ্ছে না। নেতৃত্ব কাঠামো, দলের নাম এবং নুরুল হক নুরের সাংগঠনিক অবস্থানসহ নানা ইস্যুতে মতানৈক্য তৈরি হওয়ায় একীভূত হওয়ার উদ্যোগ ভেস্তে গেছে। যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে থেকেই একীভূত হওয়ার আলোচনা শুরু হয়। একাধিক বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা বসেছিলেন। তখন ইতিবাচক বার্তা দেওয়া হলেও শেষ পর্যন্ত একাধিক নেতা প্রকাশ্যে একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হচ্ছি না। তাদের অনেক নেতা আলাদাভাবে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।” একই মত প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও।

অন্যদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে লিখেছেন, “গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হবে না।” দলটির আরেক নেতা আবু হানিফ এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বলেন, “তাদের কর্মকাণ্ডের দায় আমাদের নেওয়ার সুযোগ নেই।” তিনি আরও দাবি করেন, গণঅধিকার পরিষদের প্রতি মানুষের ইতিবাচক ধারণা দিন দিন বাড়ছে, আর এনসিপি ধীরে ধীরে জনআস্থা হারাচ্ছে। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে এনসিপির অনেক কর্মী গণঅধিকার পরিষদে যোগ দেবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন