ইউক্রেনে এক রাতে রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে ইউক্রেনের সামরিক ও শহুরে স্থাপনাগুলোর ওপর এই হামলা হয়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত হয় ৭২৮টি কামিকাজে ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র।
বিমান বাহিনীর দাবি, প্রতিরক্ষা ব্যবস্থায় ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। বাকিগুলো বিভিন্ন স্থাপনায় আঘাত করেছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। হামলার মূল লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও শহরের গুরুত্বপূর্ণ ভবন।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া প্রায়ই এই ধরনের হামলা চালালেও এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ব্যবহারের ঘটনা এবারই প্রথম।
এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল জানান, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট ডিফেন্স প্রায়োরিটি’ নীতির আলোকে এই সহায়তা চলবে বলেও জানান তিনি।