Ridge Bangla

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘জিন ৩’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও, ছবির আইটেম গান ‘কন্যা’-তে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতায় আইনি জটিলতায় জড়িয়ে স্বল্প সময়ের জন্য কারাবরণ করেন তিনি। জামিনে মুক্তির পর ফারিয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং নিয়মিত হচ্ছেন বিভিন্ন ইভেন্ট, ফটোশুট, সাক্ষাৎকার ও প্রোমোশনাল কনটেন্টে।

সম্প্রতি ফারিয়া একটি এক মিনিটের মেকওভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তাকে দেখা যায় দুই ভিন্ন রূপে—একদিকে রাজকীয় গ্ল্যামার, অন্যদিকে স্নিগ্ধ, মিনিমালিস্ট সৌন্দর্য।

প্রথম লুকে তিনি ছিলেন গাঢ় লাল শাড়িতে, ভারী গয়নায় সজ্জিত, কপালে টিকলি, কানে ঝুমকা, গলায় চওড়া নেকলেস এবং হাতে চুড়ির ঝলক—সব মিলিয়ে এক ঐতিহ্যবাহী রাজারাণীর লুক। অন্যদিকে দ্বিতীয় লুকে তিনি হাজির হন সাদা পোশাকে, চিকন চোকার, হালকা মেকআপ, মিষ্টি হাসি আর পরিপাটি বেনি চুলে একদম ভিন্ন এক আবহে।

এই ভিডিওটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্য করতে শুরু করেন। কেউ বলছেন, “নুসরাত ফারিয়ার রাজকীয় লুক যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়।” আরেকজন লিখেছেন, “প্রতিটি লুকে নতুন করে মুগ্ধ করেন ফারিয়া। এটাই তার আসল শক্তি।”

মাত্র এক মিনিটেই নুসরাত ফারিয়া প্রমাণ করে দিয়েছেন, তিনি শুধু বড় পর্দায় নয়, সামাজিক মাধ্যমেও একইভাবে মন জয় করার ক্ষমতা রাখেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন