বন্দিদের জামিন পাওয়ার পর আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে দীর্ঘসূত্রতা ও হয়রানির যে অভিযোগ ছিল, সেটি এবার সহজ হচ্ছে। এক ক্লিকেই জামিনের আদেশ সরাসরি কারাগারে পৌঁছাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগে জামিনের আদেশ আদালত থেকে কারাগারে পৌঁছাতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় নষ্টের পাশাপাশি হয়রানি ও ঘুষের মতো অনৈতিক প্রক্রিয়ারও সৃষ্টি হতো। এখন থেকে অনলাইনে এক ক্লিকের মাধ্যমেই বেইল বন্ড আদেশ কারাগারে পৌঁছে যাবে, যা বন্দিদের মুক্তি প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করবে।
আইন উপদেষ্টা জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে, যা পরবর্তীতে সারা দেশে কার্যকর করা হবে। এই ডিজিটাল উদ্যোগের ফলে আদালত ও কারাগারের মধ্যে সরাসরি তথ্য বিনিময় সম্ভব হবে।
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগ সচিবালয় আইন, গুম আইন, দুদক আইন এবং মানবাধিকার আইন কার্যকর হবে।”
ড. আসিফ নজরুল জানান, এই প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, এতে কোনো বিদেশি সহায়তা নেওয়া হয়নি।