Ridge Bangla

এক্সপ্রেসওয়েতে পাঁচ যানের সংঘর্ষ, আহত ২০

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচটি যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ব্যস্ততম এই এক্সপ্রেসওয়ের একাংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়, ফলে যাত্রী ও মালবাহী যানবাহনগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান, যেখানে তাদের চিকিৎসা চলছে।

হাসাড়া হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, “ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা সেতু থেকে নামার সময় একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর একই বাসটি ইলিশ পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়।”

ধাক্কার ফলে ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার পেরিয়ে মাওয়ামুখী লেনে গিয়ে পড়ে। একই সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। ইলিশ পরিবহনের বাসটি এরপর একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

ওসি জিলানী বলেন, “এই পাঁচ যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরো পড়ুন