ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবার ভক্তদের সামনে এলেন একেবারেই অন্যরকম লুকে। নতুন লুকে তাকে দেখে অনেকেই বলেছেন, তিনি যেন কমবয়সী এক তরুণীর মতো দেখাচ্ছেন।
নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেক করা পূর্ণিমা আড়াই দশক পার হলেও এখনও নিজের লাস্যময়ী সৌন্দর্য বজায় রেখেছেন। ফেসবুকে সক্রিয় থাকার কারণে ভক্তরা নিয়মিত তার সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন। তাই নতুন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা আবারও চমকে উঠেছেন।
সম্প্রতি পূর্ণিমা ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন, যা দর্শক ও ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তিনি নতুন লুকে দেখা গিয়েছেন—সিল্কি কালো পোশাক, ব্রাউন কালারের ওয়েভি চুল, পাশাপাশি তার হাসি ও পোজে বেড়েছে লাবণ্য। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
ভক্তরা মন্তব্যে লিখেছেন, “আপনি আগের মতোই সুন্দর” এবং “একটুও বয়স বাড়েনি।” নতুন লুক-স্টাইলের প্রশংসা করেছেন অনেকে। চলচ্চিত্র জীবন শুরু হয় জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। পরবর্তীতে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
পূর্ণিমার নতুন লুক ও ফ্রেশ ছবি দর্শক ও ভক্তদের মধ্যে ফের আলোড়ন সৃষ্টি করেছে এবং তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।