Ridge Bangla

একাধিক মামলার আসামি জোসেফ বেনাপোলে আটক

একাধিক হত্যা মামলার আসামি মোঃ সানোয়ারুজ্জামান জোসেফ (৫২) ভারতে যাওয়ার সময় বেনাপোল বন্দরের ইমিগ্রেশন থেকে আটক হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। জোসেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।

জানা গেছে, তিনি মেডিকেল ভিসায় স্থলপথে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশনের সময় ডাটাবেজ যাচাই করে তার নামে একাধিক মামলার তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ তাকে আটক করে এবং বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন জানান, ইমিগ্রেশন কার্যক্রমের সময় জোসেফের নামে একাধিক মামলা থাকার তথ্য নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসাইন মুন্সিও বিষয়টি নিশ্চিত করে বলেন, “জোসেফ নামে একজনকে একাধিক মামলার কারণে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, “আটক জোসেফের নামে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন