Ridge Bangla

একাদশ শ্রেণিতে ভর্তি: সরকারি শিক্ষক-কর্মকর্তার সন্তানরা পাবে এডুকেশন কোটা

সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় ইকিউ কোটা (এডুকেশন কোটা) চালু করা হয়েছে। এই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

রবিবার (১০ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইন ভর্তি কার্যক্রমে সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা ইকিউ কোটার সুবিধা পাবে। অনলাইনের মাধ্যমে এই সুবিধা প্রযোজ্য হবে এবং সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৪ জুলাই দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে। বর্তমানে অনলাইনে আবেদন গ্রহণ চলছে, যা চলবে সোমবার (১১ আগস্ট) পর্যন্ত।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণের সুযোগ থাকবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কার্যক্রম চলবে ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

আরো পড়ুন