চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধা এবং আবেদন প্রবাহের চাপ বিবেচনা করে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ আগস্ট থেকে বাড়িয়ে ১৫ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।
এই তথ্য একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই দুপুর ১২টা থেকে প্রথম ধাপের আবেদন শুরু হয়েছে এবং এ পর্যন্ত ১০ লাখ ২৫ হাজার ৬৭১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ হাজার ১৮১টি কলেজ ও মাদ্রাসায় ২২ লাখ আসন রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পর্যায়ে প্রায় ৯ লাখ আসন এবং সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আরও ২ লাখ ৪১ হাজার আসন রয়েছে। সব মিলিয়ে একাদশে ভর্তিযোগ্য আসন সংখ্যা প্রায় ৩৩.২৫ লাখ।
অপরদিকে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এর আগে, গত ২৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে। নতুন নীতিমালায় ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করাই লক্ষ্য রাখা হয়েছে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করে সময়সীমার মধ্যে ভর্তির সুযোগ গ্রহণ করতে পারবেন।