Ridge Bangla

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের শহীদদের আমরা সবসময় স্মরণ করতে চাই। কারণ তারা আমাদের স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সত্ত্বা ও রাষ্ট্র উপহার দিয়েছেন। আবার জুলাই-আগস্টের শহীদরা আমাদের গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ তৈরি করেছেন। এই দুই ইতিহাসই আমাদের মনে রাখতে হবে। আজকে এক প্রচেষ্টা চলছে মুক্তিযুদ্ধকে আড়াল করার। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “একাত্তরের ৯ মাসের মুক্তিযুদ্ধ যেমন সত্য, তেমনি সত্য হলো সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যা দেশের অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, “আমাদের বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। অতীতের ঘটনা অতীতেই থাকুক। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশকে রক্ষা করা এবং আরও উন্নত করা।”

অনুষ্ঠানে বিকেল ৪টা ১৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যরা উলুধ্বনি ও ঢাক-ঢোল বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান। তারেক রহমান হাত নেড়ে এই অভিবাদনের জবাব দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন