Ridge Bangla

একসঙ্গে রাফী-জিৎ, আসছে অ্যাকশনধর্মী সিনেমা ‘লায়ন’

টলিউডে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী ও নায়ক জিৎ। তাদের হাত ধরেই তৈরি হচ্ছে টলিউডের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন সিনেমা ‘লায়ন’। ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন জিৎ ও মিমি চক্রবর্তী, বহু বছর পর বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি।

সিনেমাটি নির্মিত হবে আন্তর্জাতিক মানে, যেখানে বিদেশের মনোরম লোকেশনে শুটিং, জমকালো গান ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের সমাহার থাকবে। ছবির গানগুলোতে কণ্ঠ দেবেন বলিউডের তারকা গায়ক অরিজিৎ সিং ও জনপ্রিয় শিল্পী অন্বেষা। অ্যাকশন, রোমান্স ও ড্রামার মিশেলে ‘লায়ন’ টলিউডে নতুন ধরণের ভিজ্যুয়াল অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছে নির্মাতা দল।

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে জিৎ-এর এই প্রথম সহযোগিতা ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, গত পাঁচ-ছয় বছরে টলিউডে এত বড় বাজেটের কোনো অ্যাকশন সিনেমা হয়নি। ফলে ‘লায়ন’ শুধু একটি সিনেমা নয়, বরং টলিউডকে গ্লোবাল মঞ্চে নতুনভাবে উপস্থাপনের বড় পদক্ষেপ।

শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। প্রযোজনা সংস্থা জানিয়েছে, অ্যাকশনধর্মী এই ছবিতে প্রযুক্তি ও ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার হবে সর্বাধুনিক মানে, যা দর্শকদের জন্য এনে দেবে এক অনন্য বিনোদনের অভিজ্ঞতা। মুক্তির পর ‘লায়ন’ টলিউডে বাজেট ও নির্মাণশৈলীতে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন