Ridge Bangla

একরাতে বসতঘর সহ ১১ প্রতিষ্ঠান লুটপাটের শিকার, আতঙ্কে এলাকাবাসী

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা চৌমোহনী বাজারে এক রাতে একযোগে অন্তত ১১টি দোকান এবং একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এই লুটপাট চালায় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

লুট হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাইস মিল, সার ও ওষুধের দোকান, মুদি ও মনোহারি দোকান, ফার্মেসি, হার্ডওয়্যার, কসমেটিকসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বাজারের পাশেই হালিম হাওলাদার নামের এক ব্যক্তির বসতঘরেও চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ অর্থসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। মোট ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চুরির শিকার ব্যবসায়ী আসাদুল তালুকদার জানান, তার রাইস মিল এবং সার ও ওষুধের দোকানে তালা ভেঙে চোরেরা ঢুকে পড়ে। দোকানের ক্যাশ ও মূল্যবান মালপত্র নিয়ে যায়। একইভাবে সালাউদ্দিন মৃধা, গণেশ দাস, ফোরকান তালুকদার, মালেক মৃধা, জাকির, আবদুর রহমান, আবদুর রহিম ও ফিরোজের দোকানেও চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, সকালে বাজারে এসে দোকানগুলোর তালা ভাঙা দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। এরপর বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “এসআই শহীদুলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের ব্যবহার সম্প্রতি বেড়ে গেছে এবং অনেকের ধারণা, এই চুরির পেছনে মাদকাসক্তদের সংযোগ থাকতে পারে। এক রাতে একাধিক দোকানে এমন সংঘবদ্ধ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন