Ridge Bangla

একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করলো এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করেছে। বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এনবিআরের কর প্রশাসন উইং থেকে এ সংক্রান্ত চিঠি জারি হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই উচ্চপর্যায়ের এই বড় ধরনের বদলি করা হয়েছে।

চিঠি অনুযায়ী, ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদকে কর অঞ্চল ২০ এর পরিদর্শী রেঞ্জ–১ এ বদলি করা হয়েছে। নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুরসহ দেশের বিভিন্ন কর অঞ্চল ও আপিল অঞ্চলে বদলি করা হয়েছে কর্মকর্তাদের। পাশাপাশি ঢাকার বিভিন্ন কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট, কর পরিদর্শন অধিদপ্তর এবং এনবিআরের বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হয়েছে অনেকে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মে ও জুনে কর কর্মকর্তাদের আন্দোলনের পর থেকে ধারাবাহিকভাবে ব্যবস্থা নিচ্ছে রাজস্ব কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে জুলাই থেকে শাস্তিমূলক বদলি শুরু হয়। দেড় মাসের ব্যবধানে এনবিআরের সদস্য থেকে শুরু করে প্রহরী পর্যন্ত অন্তত ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সবশেষ সোমবার (১৮ আগস্ট) আরও ৯ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তার একদিন পরই এলো একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলির আদেশ।

এনবিআরের কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে কর প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে আন্দোলনরত অনেক কর্মকর্তা মনে করছেন, এটি মূলত ভিন্নমত দমন এবং কঠোর বার্তা দেওয়ার কৌশল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন