Ridge Bangla

একদিনে সর্বোচ্চ ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত, আতঙ্ক বাড়ছে

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন। তবে সৌভাগ্যবশত, এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, রাজশাহীতে ৫৪ জন এবং খুলনা বিভাগে ২১ জন রয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এ নিয়ে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ২৯৬ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মশার প্রজনন বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আরো পড়ুন