Ridge Bangla

একদিনেই দেশে এলো প্রায় দুই হাজার কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবাহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৩৭৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। শুধু রবিবার (১৭ আগস্ট) একদিনেই দেশে এসেছে ১৬ কোটি ডলার বা প্রায় ১ হাজার ৯৫২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার ২৯ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। গত বছর এ সময়ে এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। হিসাব অনুযায়ী, প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ শতাংশ।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি। তবে ওই মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হয়েছিল গত ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। ওই এক মাসেই দেশে এসেছিল ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের জন্য সরকারের প্রণোদনা ও বৈধ পথে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তাদের মতে, এ ধারা অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতির স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন