২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ এবং ‘রেস ২’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘হাউসফুল ৫’ দারুণ সাফল্য পাচ্ছে।
কিন্তু পর্দার বাইরে নায়িকার ব্যক্তিজীবনে চলছে নানা ঝামেলা। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার নাম জড়ানোয় বারবার খবরের শিরোনামে আসছেন তিনি। একাধিকবার তদন্ত সংস্থার জেরার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে এসব বিতর্ক ছাপিয়ে এবার আলোচনায় এসেছে তার এক বিস্ময়কর উদ্যোগ।
বলিউড তারকারা বিলাসবহুল গাড়ি, বিদেশি ভিলা কিংবা প্রাইভেট জেটের মালিক হলেও জ্যাকুলিন সবার থেকে আলাদা পথে হাঁটলেন। ২০১২ সালে তিনি শ্রীলংকার দক্ষিণ উপকূলের কাছে চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ কিনে নেন। এর দাম প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা।
শোনা যাচ্ছে, ওই দ্বীপে বিলাসবহুল ভিলা নির্মাণের পরিকল্পনা রয়েছে জ্যাকুলিনের। তবে সেটি তিনি নিজের জন্য নাকি পর্যটকদের জন্য রিসোর্ট হিসেবে গড়ে তুলবেন, তা এখনও জানা যায়নি। দ্বীপটিতে কোনো পার্টি হয়েছে কিনা কিংবা বলিউডের তারকা বন্ধুদের কেউ সেখানে গোপনে ঘুরে এসেছেন কিনা, সেসবও রহস্যই রয়ে গেছে।
এদিকে আর্থিক কেলেঙ্কারিতে জেলে থাকা সুকেশ চন্দ্রশেখর নাকি এখনও জ্যাকুলিনকে উপহার পাঠান এবং চিঠিতে ভালোবাসা প্রকাশ করেন। এক চিঠিতে তিনি লিখেছিলেন, ‘তোমাকে শুধু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, দ্রুত তোমার কাছে আসতে চাই।’
ঝড়ের মধ্যেও নিজের ব্যক্তিগত দ্বীপের মালিকানা এবং বিলাসী জীবনযাপন দিয়ে বলিউডে অনন্য নজির গড়লেন জ্যাকুলিন ফার্নান্দেজ।