Ridge Bangla

একঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে শুরু হচ্ছে ‘আনন্দমেলা’

জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত ‘আনন্দমেলা’ এবারও জমকালো আয়োজনে শুরু হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। আগামী ১৯ ও ২০ জুলাই দুই দিনব্যাপী এই বর্ণিল উৎসব অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায়।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে এবার মঞ্চ মাতাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন একঝাঁক তারকা। জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, আর্নিক ও আবু নাঈম থাকছেন সংগীত পরিবেশনায়। সঙ্গে থাকবেন অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও চিত্রনায়ক জায়েদ খান। নাচ পরিবেশন করবেন নৃত্যশিল্পী আলিফ ও সংগীত পরিবেশন করবেন গায়িকা ইচ্ছা।

এই প্রথমবারের মতো আনন্দমেলায় অংশ নিচ্ছেন প্রীতম হাসান। যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, “এখানে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। বহু বছর ধরে প্রবাসীরা এই আয়োজন করে আসছেন। এবার সেই আনন্দের সঙ্গে আমিও যুক্ত হচ্ছি। আশা করি, দারুণ সময় হবে।”

আয়োজকদের একজন মুহাম্মদ আলী বলেন, “আনন্দমেলা একটি সম্পূর্ণ নন-প্রফিট আয়োজন। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা সারা বছর অপেক্ষা করেন এই উৎসবের জন্য। এটি এখন প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়েছে।”

প্রতিবছরের মতো এবারও মেলায় থাকছে দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী পণ্যের বাজার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসীরা একে অপরের সঙ্গে দেখা করেন, দেশের সংস্কৃতিতে মাতেন এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনন্দমেলা শুধু বিনোদন নয়, এটি এক ধরনের শিকড়ের টানও।

আরো পড়ুন