ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা ‘ইনসাফ’-এ মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন শরিফুল রাজ। রোববার (২৯ জুন) রাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাজ এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজ প্রথমবার হলে বসে পুরো সিনেমাটি দেখলাম। সঞ্জয় সমাদ্দার দাদার পরিকল্পনায় টিম নিয়ে একসাথে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। দর্শকরা প্রশংসা করেছেন, তাদের উচ্ছ্বাস দেখেই বুঝতে পেরেছি সিনেমাটি সবার মনে জায়গা করে নিয়েছে।”
রাজ আরও বলেন, “ছবিটি মুক্তির তিন সপ্তাহ পার করেও এখনো দেশের অনেক সিঙ্গেল স্ক্রিনে চলছে। এই ধারাবাহিকতা আমাদের জন্য বড় আশার জায়গা। পরিচালকের ভিশন, টিমের সম্মিলিত শ্রম এবং শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে এই সাফল্য এসেছে।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান সিনেমার দুই গুরুত্বপূর্ণ অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর প্রতি। রাজ বলেন, “এই দুই গুণী অভিনেতার সঙ্গে একই সিনেমায় কাজ করার সুযোগ আমার জন্য ভাগ্যের বিষয়। আগে আলাদাভাবে দেখা হয়েছে, কিন্তু স্ক্রিন শেয়ার করা—এটা আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। এমন শিল্পীরা যখন একসঙ্গে থাকেন, তখন সিনেমার গভীরতা ও ভারসাম্য দুই-ই বাড়ে।”
‘ইনসাফ’ সিনেমায় রাজ ও ফারিণকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। বিশেষ করে ফারিণের চরিত্রটিকে অনেকে ব্যতিক্রমী ও ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন, যা কোরিয়ান চলচ্চিত্রের অনুপ্রেরণার সঙ্গে মিলে যায় বলে অনেকে মনে করেন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইনদিবার রহমানসহ অনেকে। ‘ইনসাফ’ এখনো দেশের একাধিক হলে চলমান, যা সমসাময়িক বাংলা সিনেমার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।