Ridge Bangla

একই সিনেমায় ঝলক দেখাবেন শাকিব-তৌকীর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন। এই ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে এক পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদকে, যিনি এই ছবিতে খলনায়কের চরিত্রে হাজির হচ্ছেন। এই নতুন রূপে তৌকীরকে আবিষ্কার করার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘সোলজার’-এর গল্প দেশপ্রেম ও অ্যাকশন কেন্দ্রিক। ছবির পরিচালক সাকিব ফাহাদ জানান, শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করা হবে, যেখানে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন। শাকিবের চরিত্র হবে সাহসী, ন্যায়পরায়ণ ও দেশের জন্য লড়াইকারী মানুষ হিসেবে, যা দর্শকদের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে তৌকীর আহমেদের দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে তিনি দর্শকদের হৃদয়ে নিজস্ব স্থান করে নিয়েছেন। তবে এবারই প্রথম তিনি খলনায়কের চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছেন। নির্মাতা জানিয়েছেন, তৌকীরের অভিজ্ঞতা ও কণ্ঠস্বরের মাধ্যমে চরিত্রটি দর্শক মনে দীর্ঘস্থায়ী ছাপ রাখবে।

শাকিব-তৌকীর যুগলবন্দি সিনেমাপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ছবি নিয়ে দর্শকদের কৌতূহল ইতিমধ্যেই তুঙ্গে। বিশেষ করে, দুই শক্তিশালী নায়কের একসাথে উপস্থিতি কি আসলেই দর্শকের প্রত্যাশা ছুঁতে পারবে—এই প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন