Ridge Bangla

‘এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না’: ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে জানানোর জন্য পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া এবার ক্ষোভ প্রকাশ করলেন পাহাড়ি রেস্টুরেন্ট ‘হেবাং’-এর ওপর হামলার ঘটনায়। ঢাকার মিরপুর কাজীপাড়ায় অবস্থিত এই রেস্টুরেন্টে একদল লোকের হামলা ও হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ফারিয়া তার প্রতিক্রিয়া জানান।

শনিবার (২৬ জুলাই) নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, “এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না। যারা সেটা মনে করে, তাদের পরিণতি আমরা দেখেছি। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ কিছু দেখার জন্য অপেক্ষা করুন।”

ফারিয়ার শেয়ার করা পোস্টে জানানো হয়, হেবাং একটি পাহাড়ি রেস্টুরেন্ট, যা পাহাড়ি নারী উদ্যোক্তা বিপলি দি পরিচালনা করেন। এখানে শামুক, কাঁকড়া, ব্যাঙসহ পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। অভিযুক্তরা খাবারের বৈচিত্র্য নিয়ে হট্টগোল, গালিগালাজ এবং হুমকি দিয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিও ফুটেজে দেখা যায়, আক্রমণকারীরা পাহাড়িদের খাদ্যাভ্যাস, পোশাক ও সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করছে।

ফারিয়া আরও লিখেছেন, “আমি শামুক খাই, ব্যাঙ খাই, আমার পরিবারও খায়। এটা যদি অপরাধ হয়, তাহলে সংবিধানে লিখে দেওয়া হোক আমরা কী খাব, কী পরব। অন্যের পছন্দ-অপছন্দকে গায়ের জোরে দমন করা মানে শোষণ।”

তিনি এই ঘটনাকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যায়িত করেছেন এবং সরকারের কাছে এই ধরনের সংস্কৃতি বৈচিত্র্যের ওপর হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দা প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণির মানুষ। সংস্কৃতির বৈচিত্র্য এবং ভিন্নতার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানাচ্ছেন অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন