সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্র জগতে পাইরেসি যেন নিত্যনৈমিত্তিক এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবার সেই কুপ্রভাব পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর ওপরও। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটির এইচডি ভার্সন ছড়িয়ে পড়েছে অনলাইনে। বিভিন্ন ওয়েবসাইটে ছবিটি পাওয়া যাচ্ছে ঝকঝকে প্রিন্টে।
রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই দর্শকের মাঝে ছিলো প্রবল আগ্রহ। সেই আগ্রহকে পুঁজি করে সিনেমার বিভিন্ন দৃশ্য ফাঁস হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত পুরো ছবিই অনলাইনে ছড়িয়ে পড়ে। পাইরেসির হাত থেকে এর আগে রেহাই পায়নি ‘বরবাদ’ ও ‘দাগি’-এর মতো ঈদের বড় বাজেটের সিনেমাগুলোও।
এবার ‘তাণ্ডব’-এর মতো উচ্চ প্রত্যাশার সিনেমাও সেই তালিকায় যুক্ত হলো। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবির পরিচালক ও কলাকুশলীরা। শনিবার (১৫ জুন) বিকেলে ছবির পরিচালক ও প্রযোজক মিলে জরুরি বৈঠক করেন। পরিচালক রায়হান রাফী বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ অপরাধে কোনো ছাড় নেই। আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি এবং আইনি পদক্ষেপ নিচ্ছি। আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে,যারা এই কাজ করেছে, তারা দ্রুত চিহ্নিত হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ঈদে ১৩৩টি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। অতিথি চরিত্রে ছিলেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। সিনেমা শিল্প বাঁচাতে পাইরেসি বন্ধে কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি, বলছেন সংশ্লিষ্টরা।