Ridge Bangla

এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী। বুধবার (২৫ জুন) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করে আগামী ২০২৬ সালের মে-জুনে পরীক্ষা নেওয়া হবে। করোনাকালে কয়েক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান এবং পাঠ্যবিষয়ের গভীরতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অনুসারে পাঠদান করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন