Ridge Bangla

ঋতু পরিবর্তনের সঙ্গে পারফিউমও কি বদলানো দরকার?

বাংলাদেশ ষড়ঋতুর লীলাভূমি। প্রতি মৌসুমেই প্রকৃতির রঙ বদলের সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় আমাদের জীবনযাপন, পোশাক-আশাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ত্বকের যত্নের রীতি। কিন্তু অনেকেই হয়তো খেয়াল করি না, ঋতু পরিবর্তনের সঙ্গে আমাদের পারফিউম বা সুগন্ধির পছন্দও বদলে যাওয়া উচিত। বিশেষজ্ঞরা বলেন, আবহাওয়ার তারতম্য শুধু পরিবেশই বদলায় না, আমাদের শরীরের তাপমাত্রা ও ত্বকের রসায়নেও পরিবর্তন আনে, যা সরাসরি প্রভাব ফেলে সুগন্ধির স্থায়িত্ব ও তার বিস্তারের ধরনে।

কেন ঋতু অনুসারে বদলাবেন সুগন্ধি?

গবেষণা ও ব্যবহারিক অভিজ্ঞতা বলে, গ্রীষ্মের উত্তাপে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে সুগন্ধি দ্রুত বাষ্পীভূত হয়ে ছড়িয়ে পড়ে। এ সময় হালকা, সতেজ ও সাইট্রাস-ঘ্রাণযুক্ত পারফিউম বেশি কার্যকর ও উপযোগী। অন্যদিকে শীতকালে শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় সুগন্ধি ধীরে ধীরে বিকশিত হয় এবং দীর্ঘস্থায়ী হয়। তাই এ সময় গাঢ়, উষ্ণ ও মৃদুভাবে বিকশিত ঘ্রাণের পারফিউম বেশি মানানসই। বিশ্বের বড় পারফিউম ব্র্যান্ডগুলো এখন এই মৌসুমি চাহিদা মাথায় রেখেই তাদের কালেকশন সাজায়।

কোন ঋতুতে কোন ধরনের সুগন্ধি বেছে নেবেন?

গ্রীষ্মকাল

গ্রীষ্মের দাবদাহে হালকা ও সতেজ ঘ্রাণ শরীর ও মনকে শীতল রাখে। এ সময় সাইট্রাস-ভিত্তিক সুগন্ধি, যেমন- লেমন, বার্গামট, ম্যান্ডারিন বা একোয়া বা জলীয় নোটযুক্ত পারফিউম ভালো কাজ করে। পাশাপাশি মিন্ট, গ্রিন টি বা সামুদ্রিক ফ্রেশ ঘ্রাণও গ্রীষ্মের উত্তাপে স্বস্তি দেয় এবং ঘামের সঙ্গে মিশেও অপূর্ব সুবাস ছড়ায়।

বর্ষাকাল

আর্দ্রতায় ভরা এই মৌসুমে ফ্লোরাল বা ফুলের ঘ্রাণ, বিশেষত জ্যাসমিন, লিলি বা হার্বাল নোট, যেমন- ল্যাভেন্ডার, লেমনগ্রাসযুক্ত সুগন্ধি খুব ভালো মানিয়ে যায়। এগুলো আর্দ্র আবহাওয়াতেও ভারী বা আটকে থাকা ভাব দেয় না।

শরৎ ও হেমন্ত

এই সময়ের মৃদু শীতলতায় কাঠ-ভিত্তিক (উডি) বা স্পাইসি নোট, যেমন- স্যান্ডালউড, প্যাচুলি, দারুচিনি বা হালকা ফ্লোরাল-ওরিয়েন্টাল মিশ্রণের পারফিউম উপযোগী। ঘ্রাণটি পরিবেশের সঙ্গে মিশে নরম ও মোহনীয় আবহ তৈরি করে।

শীতকাল

শীতের ঠাণ্ডায় গাঢ়, উষ্ণ ও দীর্ঘস্থায়ী ঘ্রাণের জয়। ওরিয়েন্টাল, অ্যাম্বার, ভ্যানিলা, আউড, মস্ক কিংবা গরম মসলা, যেমন- এলাচ, লবঙ্গ ঘ্রাণযুক্ত পারফিউম শীতের আবহাওয়ায় দীর্ঘস্থায়ী হয় এবং শরীরের তাপের সঙ্গে বিকশিত হয়ে ভিন্ন অভিজ্ঞতা দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ

পারফিউম কেবল একটি সুবাস নয়, এটি ব্যক্তিত্ব ও আবহের প্রতিফলন। ঋতুভেদে সুগন্ধি বদলালে তা কেবল আত্মবিশ্বাসই বাড়ায় না, পারিপার্শ্বিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে। ঠিক যেমন ঋতু অনুযায়ী পোশাক বদলাই, খাবারের মেনু পাল্টাই, তেমনি সুগন্ধির বাছাইও হতে পারে ঋতুর সঙ্গে খাপ খাওয়া একটি অভ্যাস।

This post was viewed: 8

আরো পড়ুন