Ridge Bangla

ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার নাচতে যাচ্ছেন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান প্রথমবারের মতো ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে নাচতে যাচ্ছেন। তবে এই নৃত্য শুধুমাত্র দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কারণ তারা দু’জন মঞ্চ শেয়ার করবেন ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারেই।

প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই উৎসবের আয়োজন করছে। বরাবরের মতোই দুই বাংলার শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। আগেই ঘোষণা হয়েছিল, কলকাতার ঋতুপর্ণা আসবেন অনুষ্ঠানে। এবার তার সঙ্গে যোগ দিলেন বাংলাদেশের জায়েদ খান। পূজা উদ্যাপন কমিটি এটিকে বলছে, “বিগ ব্রেকিং”।

এ প্রসঙ্গে নিউ ইয়র্ক থেকে মঙ্গলবার দুপুরে জায়েদ খান বলেন, “খবরটি সত্যি। প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গে একই মঞ্চে উঠছি। ইতোমধ্যেই নিউ ইয়র্কে তার সঙ্গে দেখা হয়েছে। টাইমস স্কয়ার পূজা আয়োজক কমিটি এবারের অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিতে নানান চমক রাখছে, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার নৃত্য অন্যতম আকর্ষণ হবে। আশা করি, নিউ ইয়র্কে থাকা দুই বাংলার দর্শকরা আনন্দ পাবেন।”

তিনি আরও জানান, খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ফোন করে নানা অনুরোধ জানাচ্ছেন। অনেকেই চেয়েছেন প্রিয় গান “সাগরিকা”-তে নাচতে। সুযোগ পেলে এই গানেই নৃত্য পরিবেশনের ইচ্ছা আছে তাদের। জায়েদ খান বলেন, “আমার বিশ্বাস এবারের নিউ ইয়র্ক দুর্গাপূজা হবে আরও জমজমাট।”

আগামী ৪ অক্টোবর টাইমস স্কয়ারের মঞ্চে একসঙ্গে হাজির হবেন দুই বাংলার দুই তারকা ঋতুপর্ণা ও জায়েদ খান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন