Ridge Bangla

ঋণখেলাপিদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার আরও কঠোর হলো বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ এপ্রিল) এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘ইচ্ছাকৃত খেলাপি’ ঋণগ্রহীতাদের বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) জমা দিতে বলেছে। তথ্য জমা দিতে হবে প্রতি তিন মাস অন্তর।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব পর্যবেক্ষণে যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করছে না, তাদের ‘উইলফুল ডিফল্টার’ হিসেবে সিআইবিতে প্রদর্শন করতে হবে। খেলাপি শনাক্ত হওয়ার পরের তিন মাস পরপর এসব তথ্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে জমা দিতে হবে।

তথ্য জমার সময়সীমা নির্ধারণ করে বলা হয়েছে, প্রতি ত্রৈমাসিক শেষে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এই তথ্যাদি, দলিলপত্রসহ দাখিল করতে হবে।

এছাড়াও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইচ্ছাকৃত খেলাপিদের সনাক্তকরণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ইউনিটের সদস্যদের নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানাসহ পূর্ণাঙ্গ বিবরণও দিতে হবে।

এর আগে গত ১২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার তথ্য চেয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। নতুন নির্দেশনার মাধ্যমে তথ্য প্রদানের কাঠামোকে আরও সুসংগঠিত ও বাধ্যতামূলক করা হলো।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে অর্থনীতি বিশ্লেষকরা ঋণখেলাপির প্রবণতা রোধে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে কার্যকর বাস্তবায়নই হবে এর সফলতার মূল চাবিকাঠি।

আরো পড়ুন