Ridge Bangla

উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে চবি ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু ও নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। আজ রোববার (১৮ মে) দুপুর ১২টায় চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্হিয়া আখতারের কাছে স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চবি প্রতিষ্ঠাকালীন সময় থেকে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠলেও বর্তমানে মাত্র ১৮ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে থাকতে হচ্ছে, যা তাদের শিক্ষাজীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও হুমকির মুখে ফেলছে।

ছাত্রদল পাঁচ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে—
১. সকল শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদে আবাসনের নিশ্চয়তা দিতে নতুন হল নির্মাণ।
২. স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু।
৩. পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি।
৪. নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ।
৫. প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “বিশ্ববিদ্যালয়টি শতভাগ আবাসিক হওয়ার কথা থাকলেও, বাস্তবে শিক্ষার্থীরা চরম সংকটে ভুগছে। যতদিন নতুন হল নির্মাণ না হবে, ততদিন আবাসন ভাতা চালু করা হোক।”

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “ছাত্রদের স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর কটেজে থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। দাবিগুলো বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

এ বিষয়ে উপাচার্য ড. ইয়াহ্হিয়া আখতার বলেন, দাবিগুলো যৌক্তিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে।

আরো পড়ুন