Ridge Bangla

উপস্থাপক হিসেবে নতুন যাত্রায় জায়েদ খান, প্রথম অতিথি তানজিন তিশা

ঢালিউডের আলোচিত ও সমালোচিত অভিনেতা জায়েদ খান এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন—উপস্থাপক হিসেবে। প্রথমবারের মতো অভিনয়ের বাইরের এই ভিন্ন অভিজ্ঞতায় যুক্ত হলেন তিনি। প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা নিউইয়র্ক’-এর আয়োজনে শুরু হয়েছে নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’, যার সঞ্চালনায় থাকবেন ঢালিউডের এই তারকা।

প্রতি শুক্রবার প্রচারিত হবে এই অনুষ্ঠান, যেখানে প্রতি পর্বে থাকবেন ভিন্ন ভিন্ন অতিথি। প্রথম পর্বেই চমক হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশ সময় শুক্রবার (৪ জুলাই) রাত ১০টায় প্রচারিত হবে প্রথম পর্ব।

নিজের এই নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান বলেন, “এটা আমার জন্য একদম নতুন একটি যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান তৈরি করতে চাই, যেখানে থাকবে বাস্তব গল্প, অনুপ্রেরণামূলক কথা আর হৃদয় ছুঁয়ে যাওয়া স্মৃতি। এমন কিছু মুহূর্ত থাকবে, যা দর্শকদের নতুন করে ভাবতে শেখাবে।”

জায়েদ খান ঢালিউডে দীর্ঘদিন ধরে কাজ করলেও সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় টিক্কা খানের ভূমিকায় অভিনয় করে। ছবিতে মাত্র কয়েক সেকেন্ড উপস্থিতি এবং একটি সংলাপ দিয়েই প্রশংসা কুড়ান তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান এবং জানিয়েছেন, এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে নিজেকে আন্তর্জাতিক পর্দায়, এমনকি হলিউডেও দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উপস্থাপক হিসেবে তার প্রথম পর্বে তানজিন তিশাকে নিয়ে জমবে আড্ডা—এমন প্রত্যাশায় দর্শকরা অপেক্ষা করছেন জায়েদ খানের নতুন রূপ দেখার।

আরো পড়ুন