উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত নীতিমালার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎকেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়বে এবং টেকসই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় রূপান্তর দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ খসড়া অনুমোদন করা হয়েছে। এই নীতিমালা টেলিযোগাযোগ খাতে সুষ্ঠু প্রতিযোগিতা, লাইসেন্সিং ব্যবস্থার আধুনিকায়ন এবং নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়নে সহায়ক হবে বলে জানানো হয়।
বৈঠকে বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’ খসড়াও অনুমোদিত হয়। সংশোধনীটি আন্তর্জাতিক অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে আনা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। নীতি প্রণয়নের এই উদ্যোগকে সরকারের চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা জ্বালানি, যোগাযোগ ও বিচার ব্যবস্থায় নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।