Ridge Bangla

উত্তরে শীতের আগমনী বার্তা, পঞ্চগড়ে ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত

আশ্বিন মাসের শেষ প্রান্তে এসে উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে নেমে এসেছে শীতের আগমনী আমেজ। জেলার তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই রাত ও ভোরে পড়ছে হালকা কুয়াশা। তবে শনিবার (১১ অক্টোবর) সকালটা ছিল বেশ ভিন্ন; ঘন কুয়াশার সঙ্গে বইছিল হালকা ঠান্ডা হাওয়া, যা স্থানীয়দের মনে করিয়ে দিয়েছে আসন্ন শীতের উপস্থিতি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার পরিমাণ বেড়েছে এবং দিনের বেলায় সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল শীতলতার ছোঁয়া।

স্থানীয়রা জানান, ভোরে ঘুম ভাঙতেই চারপাশে ধোঁয়াটে কুয়াশা চোখে পড়েছে। কেউ হাঁটতে বের হয়েছেন কুয়াশার ভেতর, কেউ আবার চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্পে মেতেছেন। অনেকের মতে, “এমন সকাল মানেই শীতের আগমন আসন্ন।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে কুয়াশা ও ঠান্ডা অনুভূত হচ্ছে। এটা মৌসুমি পরিবর্তনের ইঙ্গিত।” তিনি আরও জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ধীরে ধীরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকলে উত্তরের এই সীমান্ত জেলা প্রথমেই শীতের প্রকট রূপ অনুভব করবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন